সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একে বারেই বাড়ি সামনে উঠানে চাষ হয়েছিল গাঁদা ফুল। সেই গাঁদা ফুলচাষের আড়ালে বেআইনি ভাবে গাঁজা চাষ করেছিলেন জীবনতলা থানার অন্তর্গত গাঁতী এলাকার এক ব্যক্তি। মঙ্গলবার গোপন সুত্রে এমন খবর পৌঁছে যায় জীবনতলা থানার পুলিশের কাছে।জীবনতলা থানার পুলিশ বাহিনী গাঁজার খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালায়।স্থানীয় গাঁতী এলাকার চাষী নারায়ণ দাস এর বাড়ির সামনের উঠানের বাগান থেকে উদ্ধার হয় গাঁজা।গাঁদা ফুলের আড়ালে গাঁজা চাষ দেখে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়।সেখানে প্রায় ১ কাঠা জায়গার উপর গাঁদা ফুলের আড়ালে বেআইনি ভাবে গাঁজা চাষ করা হয়েছিল।জীবনতলা থানার পুলিশ ডালপালা সহ প্রায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। যদিও আগাম জানতে পেরে পালিয়ে গিয়েছে গাঁজা চাষী নারায়ণ।
পলাতক গাঁজা চাষীকে ধরার জন্য এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Leave a Reply