পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার পুরবোর্ড গঠন হল বুধবার। এই দিন কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন সুবল মান্না ও ভাইস চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। এই দিন কাঁথি পুরসভার সভাগৃহে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম হিরানী।
পৌরসভা নির্বাচনে জয়ের পর কাঁথি পৌরসভা অধিকারী গড় থেকে ছিনিয়ে নেয় তৃণমূলের অখিল সুপ্রকাশরা। ২১টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের অধীনে যায় ১৭টি ওয়ার্ড, বাকি ৩টি বিজেপি ও ১টি নির্দল পায়।
তবে অধিকারীর অধিনে থাকা কালীন কাঁথি পৌরসভার কোনো উন্নতি হয়নি বলে দাবি করে তৃণমূলের নেতৃত্ব রা। এবার নতুন করে কাঁথি পৌরসভার দায়িত্বে অধিকারী পরিবারের কেউ না থাকছে না,তাই উন্নয়নের জোয়ার আনবে অধিকারি হীন নতুন বোর্ড। সেকারনে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস-চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়। পাঠ করান কাঁথি মহকুমা শাসক আদিত্য মোহন হিরানী।
নব নিযুক্ত চেয়ারম্যান সুবলকুমার মান্না , ভাইস-চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কে ফুল দিয়ে সম্বর্ধনা জানায় অন্যান্য নেতৃত্বরা।
মহকুমা শাসকের উপস্থিতিতে শপথবাক্য পাঠে কাঁথি র নব নিযুক্ত চেয়ারম্যান ও কাউন্সিলরদের।

Leave a Reply