পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মাতকাতপুরে ট্রাইবেল বিএড ট্রেনিং কলেজে বৃহস্পতিবার সকালে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে ওই কলেজের ছাত্রীরা নানান রঙ একে অপরকে রাঙিয়ে দিয়ে মেতে উঠেন বসন্ত উৎসবে। কিন্তু এসবের মধ্যেও কোথাও যেন একটু মন খারাপের পরিবেশ ছিল এই কলেজের ছাত্রীদের মনে। তারা জানায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগামীকাল বসন্ত উৎসবে কলেজ ছুটি থাকে। তাই আজ কলেজে বসন্ত উৎসব পালনের মধ্যে দিয়ে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ পিঠে বিভিন্ন রঙ দিয়ে লিখে বার্তা দেয়। তবে কলেজের ছাত্র-ছাত্রীদের এইরকম উদ্যোগ দেখে আপ্লুত হয়েছে কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষ।
“যুদ্ধ নয় শান্তি চাই” পিঠে রঙ দিয়ে লিখে বার্তা খড়গপুর শহরের ছাত্রীদের।

Leave a Reply