আবদুল হাই, বাঁকুড়াঃ গ্ৰীষ্মকালীন রক্তের সংকট দিন দিন বেড়েই চলেছে। বাঁকুড়ার ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো শালুকা চন্ডীমাতা ক্লাব। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত ভড়া পঞ্চায়েতের শালুকা চন্ডীমাতা ক্লাবের পরিচালনায় শালুকা চন্ডীমাতা মেলা প্রাঙ্গণে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চন্ডীমাতা ক্লাবের কর্মকর্তা বিপ্লব বীর জানান, আজ এলাকার প্রায় জনা চল্লিশ যুবক যুবতী রক্তদান করেন।রক্তদাতাদের মধ্যে পিংকু ঘোষ জানান, বর্তমানে রাজ্যে ব্লাডব্যাঙ্কে প্রবল রক্তসংকট চলছে তাই আমি স্বেচ্ছায় রক্তদান করলাম।
শালুকা চন্ডীমাতা ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি।

Leave a Reply