নিজস্ব সংবাদদাতা, মালদা: অবশেষে দীর্ঘ জল্পনা–কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হলো, ইংরেজবাজার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী মহাশয়। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক তাজামুল হোসেন, ও বিধায়ক সমর মিত্র। তিনি জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল। অপরদিকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়াও ইংরেজবাজার পৌরসভার সিআইসি মেম্বার হলেন নিবেদিতা কুন্ডু, গায়ত্রী ঘোষ, অশোক সাহা এবং শুভময় বসু। আগামী ৩০ তারিখে বোর্ড গঠন করা হবে দুটি পৌরসভার।নাম ঘোষনার পরে মিষ্টিমুখ করানো হয় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কে।
Leave a Reply