বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ দোল উৎসবের দিনে বীরভূম জেলার দুবরাজপুর রেল স্টেশনের ১ কিমি দূরে ৮ নম্বর ওয়ার্ডে একটি মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা অরিন্দম চ্যাটার্জি জানান, আমরা সকালে দেখতে পাই একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ মাঠের মধ্যে পড়েছিল। তড়িঘড়ি দুবরাজপুর থানায় খবর দেওয়া হয়। সেখানে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন আসেন। পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে জানা যায়, মৃত ঐ ব্যক্তির নাম মধু বাগদী। তাঁর বাড়ি সিউড়ীতে। তিনি ট্রেন থেকে নেমে আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে।
Leave a Reply