এিপুরা – তেলিয়ামুড়া, রাহুল দাস:- অজানাকে জানার, অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হলো বই। বই বা পুস্তক পরে জ্ঞান অর্জন করা যায়। বই বা পুস্তক হলো এমন একটি মাধ্যম যা বিপথগামী যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনতে সাহায্য সহযোগিতা করে। আর তাই বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে শুভ উদ্বোধন হলো খোয়াই জেলা ভিত্তিক পাঁচ দিবসব্যাপী পুস্তক মেলা তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউনহলের মাঠে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়,খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা শ্বাসক এল.টি.ডালং, সহ তেলিয়ামুড়ার পৌর পিতা রূপক সরকার সহ অন্যান্যরা।
এদিনের এই জেলা ভিত্তিক বই মেলায় প্রায় ৩৫ টি স্টল নিয়ে বসে পুস্তক বিক্রেতারা। মানুষের চিন্তা-ভাবনা ও জ্ঞানের সুদূর প্রসার ঘটাতে এই বইমেলার আয়োজন করে থাকে উদ্যোক্তারা। এবছরই প্রথম বারের মতো তেলিয়ামুড়ায় তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে বলেন,,,
Leave a Reply