দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর জখম দুই ব্যক্তি একজনের অবস্থা আশঙ্কাজনক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শবে বরাতের নেমন্তন্ন খেতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম দুই ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর থানার তোপখানা পাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার দুই ব্যক্তি জাকির শেখ, এবং আব্দুল বিশ্বাস, গতকাল রাতে এলাকারই এক বাড়িতে শবে বরাতের নেমন্তন্ন খেতে যাই। অভিযোগ, তখনই বেশ কিছু দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই দুই ব্যক্তি, এলাকার লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি ওই দুই গুরুতর জখম ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল বিশ্বাস নামে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। যদিও এই প্রথমবার নয়, ওই এলাকায় প্রায়শই এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব থেকে শুরু করে এলাকায় মদের আসর জুয়ার আসর সবকিছুই অবাধে চলে। যদিও ওই দুষ্কৃতী হামলার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও জানা যায় স্থানীয়দের কাছ থেকে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *