নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবছর দোলপূর্ণিমা উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাটের স্মৃতি সংঘ খিল কদমতলা লীলাহাটি মেলার আয়োজন করে। জানা গিয়েছে, এই মেলার বিশেষ আকর্ষণ মৃৎশিল্পী কন্ঠেশ্বর বর্মনের তৈরি মাটির পুতুলের প্রদশনী। কন্ঠেশ্বর বর্মনের বাড়ি কোচবিহার জেলার সিতাইতে।সেখান থেকে তিনি এসে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাটে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে নিরলস পরিশ্রম করে এই মাটির মূর্তি গুলো বানিয়েছেন। করোনা টিকা করণ থেকে নারী পাচার, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও বাপি লাহিড়ীর মূর্তি তৈরি করে তিনি লীলা প্রদর্শনীর মাধ্যমে অর্থ উপার্জন করেন। তার সাথে কথা বলে জানা যায়, ছোটো বেলা থেকে তিনি এই পেশার সঙ্গে জড়িত। বহু হৃদয়বিদারক ঘটনাবলী নিয়ে তিনি লীলা প্রদর্শনী করেছেন। পেয়েছেন অনেক পুরস্কার। সামাজিক সচেতন তামূলক বার্তাও তিনি দিয়ে চলেছেন। মেলা কমিটি সুত্রে জানা গিয়েছে, পাঁচ টাকা টিকিটের বিনিময়ে এই লীলা প্রদর্শনী দেখতে পাবেন দর্শনার্থীরা। ওই মেলার উদ্বোধনের দিনেই ভালই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে লীলা প্রদর্শনী নিয়ে।
Leave a Reply