স্কুল গেটের সামনে রোমিওদের বাড়বাড়ন্ত,স্থানীয়দের হস্তক্ষেপ,পরে পুলিশি আশ্বাস।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুল গেটের সামনে রোমিওদের বাড়বাড়ন্তের অভিযোগ। আর এই বাড়বাড়ন্তের ফলে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠ স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের গেট খুললেই বেশকিছু রোমিওকে স্কুলের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। আবার কাউকে স্কুলের ছাত্রীদের সঙ্গে অন্যরকম মেলামেশা করতে দেখা যায়। কেউ কেউ নেশায় আসক্ত হতে থাকে। স্কুল চলাকালীন কার্যত রোমিওদের আনাগোনা প্রায় লেগেই থাকে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এটা শুধু একদিনের ঘটনা নয়। দীর্ঘদীন ধরে নিত্তনৈমিত্তিক এই ঘটনা আকছার ঘটে চলেছে বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, এই বিষয়ে বহুবার তাঁদের বলেও কোন লাভ হয়নি। বরং তাঁদের বাড়বাড়ন্ত আরও বেড়েছে। এই দিন রাসন হাইস্কুলের গেটের সামনে বেশ কয়েকজন রোমিওকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। আবার কয়েকজন বাইক নিয়ে চম্পট দেয়। তারপর এগরা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্কুল কতৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে। তবে পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, স্কুল চলাকালীন স্কুল চত্বরে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্কুল খোলা থেকে শুরু করে ছুটি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। পাশাপাশি স্কুলের সামনের দোকানগুলোতে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রির বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে স্কুল কতৃপক্ষের অবশ্য কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *