আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলে আজ ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্রদের কোভিভ টিকার প্রথম ডোজএর ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ ।এর আগে ১৫ বছরের উর্ধ্বে ছাত্র ছাত্রীদের টিকাকরণ শুরু হয়েছিল।আজ থেকে এক সপ্তাহ আগে স্কুল কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে যে ১২ থেকে ১৪ বছরের প্রত্যেক ছাত্রকে কোভিড টিকা নেওয়ার।আজ ২৫ শে মার্চ স্কুলের ছাত্রদের Corbevax টিকা নিতে দেখা গেল সোনামুখী বি জে হাইস্কুলে। একটু ভয় ভীতি এসেছিল কিন্তু সেই ভয়-ভীতি কে কাটিয়ে উঠে গুরুজন এবং শিক্ষকদের কথামতো টিকা নিল ছাত্ররা ।
১২ থেকে থেকে ১৪ ছাত্রদের টিকাকরণ সোনামুখী বি জে হাইস্কুলে।

Leave a Reply