বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে তল্লাশি। বোমা উদ্ধারের অভিযানে নেমেছে বীরভূম জেলা পুলিশ। আজ বীরভূম জেলার পাঁচড়া থেকে খয়রাশোল যাওয়ার রাস্তায় খয়রাশোল থানা এলাকার জোড়া বটতলা বাস স্ট্যান্ডের পাশে একটি শরঝোপে একটি বালতি ও প্লাস্টিকের জারে প্রায় ৩৫ টি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম্ব স্কোয়াড টিমকে।
বোমা উদ্ধার খয়রাশোলে।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220330_150021.jpg)
Leave a Reply