সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা ব্যারাকপুরে পেয়িং গেস্ট হিসাবে থাকছিলেন বেশ কিছুদিন ধরে।বেসরকারি সংস্থার ওই কর্মী কর্মসূত্রে প্রায়ই কলকাতায়ও আসতেন। কলকাতার আশেপাশে এলাকা থেকে কাজের মাসির খোঁজ করছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা রাজীব চৌধুরী।অচেনা নম্বর থেকে ফোনে আলাপ হয়ে এক মহিলার। সেই মহিলা তিনি রাজীব বাবুর ভাড়া বাড়িতে কাজ করার জন্য রাজি হন।তারপর সেই মহিলা তাকে তার বাড়িতে এসে পরিবারের সাথে কথা বলার জন্য আসতে বলে। সেই মোতাবেক গত মঙ্গলবার তিনি শিয়ালদহ থেকে ডাউন ট্রেনে চেপে মথুরাপুর স্টেশন নামেন। সেখান থেকে বাইক করে অচেনা জায়গার একটি বাড়িতে মধ্যে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখে ক্রমাগত মারধর করা হয়।শুধু তাই নয় তার মুক্তিপন হিসাবে ফোনে ১০ লক্ষ টাকাও দাবি করা হয়। রাজীব চৌধুরীর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।ফোন নম্বর ট্রেস করে কুলতলি থানার সিকিরহাট এলাকার খোঁজ পাওয়া যায়।বারুইপুর জেলার পুলিশের পুলিশ সুপারের নির্দেশে কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার নিজেই পুলিশের একটি টিম নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জাহাঙ্গীর বৈদ্য ও সাদ্দাম খানকে বৃস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অপহরণ চক্রের সঙ্গে আর কে বা কারা কারা জড়িত তা জানতে আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।সেই সঙ্গে মোবাইলের নম্বর ধরে ওই মহিলার খোঁজ চালাচ্ছে পুলিশ।
কাজের মাসি খুঁজতে এসে অপহৃত উত্তরবঙ্গের বেসরকারি সংস্থার কর্মী,১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন,কুলতলি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার,ধৃত দুই অপহরণকারী।

Leave a Reply