উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জ্লের বোতল ও কলম প্রদান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২ বছর পর আজ থেকে শুরু হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুলে গিয়ে পরীক্ষা দেবে পড়ুয়ারা। এই প্রথম নিজের নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণের কারণে গত ২ বছর বন্ধ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২০ সালে অর্ধেক পরীক্ষা হওয়ার পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালে পরীক্ষা ঘোষণা করেও বাতিল করে দেওয়া হয়েছিল। অভিভাবকরাই রাজি হননি সেই পরীস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। শেষে একাদশ শ্রেণির পরীক্ষার ভিত্তিতেই দেওয়া হয় নম্বর। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০২১ সালে ১০০ শতাংশ পাস করেছিল ছাত্রছাত্রীরা। আজ শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বীরভূম জেলার দুবরাজপুর শহরের চারটি স্কুল যথাক্রমে দুবরাজপুর আর.বি.এস.ডি উচ্চ বিদ্যালয়, দুবরাজপুর গার্ল্স স্কুল, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ এবং শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স স্কুলে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জ্লের বোতল ও কলম তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, কাউন্সিলর সাগর কুন্ডু, বনমালী ঘোষ, প্রিয়াঙ্কা দাস, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *