কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন মাথাভাঙ্গায়।

মনিরুল হক, কোচবিহারঃ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি আজ কোচবিহার জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো সরকারিভাবে। আজ মাথাভাঙা মহাকুমার বিভিন্ন স্থানের পাশাপাশি মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিবপুর পানাগুরি ও পখিহাগা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে সু-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এদিন শিবপুর পানাগুরি সুস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ বিএমওএইচ ডক্টর বিমল চন্দ্র অধিকারী, জোরপাটকীগ্রাম পঞ্চায়েতের প্রধান কমল কুমার অধিকারী সহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মীরা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।
এদিন অনুষ্ঠান শেষে মাথাভাঙার মহকুমাশাসক অচিন্ত্য কুমার হাজরা জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলোতে এখন থেকে বিনা পয়সায় ব্লাড প্রেসার ব্লাড সুগার ক্যান্সার চিহ্নিতকরণ সহ অন্যান্য নানা বিধ পরীক্ষা-নিরীক্ষা সুযোগ-সুবিধা বিনে পয়সায় পাওয়া যাবে। এটা সরকারের একটি ভালো উদ্যোগ। এর থেকে সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবে।
এ বিষয়ে মাথাভাঙা টাউন পঞ্চায়েত সমিতির নারী শিশু ও সমাজকল্যাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি এই পরিষেবা সাধারণ গরিব মানুষের ভীষণ কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *