নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শোবার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুমন মন্ডল (২২)। পেশায় সে দিনমজুর। এদিন সকালে বাড়ির লোকেদের অলক্ষে শোবার ঘরে বক্স বাজিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় ওই বাড়িতে মৃত যুবকের ঠাকুরমা উঠোনে সবজি কাটছিলেন । বক্সের আওয়াজে তিনি কিছু বুঝতে পারেন নি। পরে দরজা না খোলায় পাড়া-প্রতিবেশীদের ডেকে তা ভাঙ্গা হয়। এরপর শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানতে পারে নি ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
Leave a Reply