ভুল জাতীয় সংগীত গাওয়া নিয়ে কাঁথি থেকে তৃণমূলকে দেশদ্রোহী বলে আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রানের জায়গা,বলাই লাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস, রাসবিহারী পালেদের জায়গা, ঠিক এইখানেই পদ্মাবতীর নামের রাস্তা যিনি ব্রিটিশ রুখে দিয়েছেন, এখানে দাঁড়িয়ে জাতীয় সংগীত কে এই দেশদ্রোহী তোলা মূল পার্টির ছাপ্পা মেরে জেতা কাউন্সিলররা যে অপমান করেছে আজকে এক হাজার মানুষ জাতীয় সংগীত গেয়ে শুদ্ধ করলাম, রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার সেই একই জায়গায় বন্দেমাতরম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে জাতীয় সংগীত গেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এইদিন এছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সান্তনু প্রামানিক, কাঁথি পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দোলই, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল দাস, কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, সভাপতি সুধাম পন্ডিত সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা, প্রসঙ্গত গত ২৯ শে মার্চ কাঁথি শহরে তৃণমূলের একটি রাজনৈতিক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছিল, ঐদিন পথসভায় ভরা মঞ্চে মৎস্যমন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে এবং কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির উপস্থিতিতে কুল জাতীয় সংগীত পরিবেশন করেন কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, আর সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সর্বত্রই উঠতে শুরু করে, রবিবার জাতীয় সংগীতের আসরের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, তাদের বক্তব্য কাঁথির মাটিকে শুদ্ধ করার জন্যই এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেইখানেই উপস্থিত করে শাসকদলের বিরুদ্ধে একাধিক নিশানা করেন তিনি, পাশাপাশি আলোহা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তিনি বলেন যারা ৫০০ টাকার ভাতা এবং বাংলার মেয়েকে চেয়ে ছিলেন তারাই বুঝুক, পাশাপাশি তিনি বলেন এটা তৃণমূল ছাত্র পরিষদের মডেল, তিনি আরো বলেন বাঁশের ঝাড়ে যেমন বাস হয় ঠিক তেমন যেমন কাটা বাঁশের ঝাড়ে কাটা বাঁশ হয় সরল বাঁশঝাড়ে যেমন বাঁশ হয়, ঠিক তেমনই মমতা ব্যানার্জি ঝার যা তার থেকে একই বাঁশ বেরোবে, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি রামপুরহাটের ঘটনায় বুদ্ধিজীবীরা মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন অনেক পরে ঘুম ভেঙেছে ওগুলো বুদ্ধিজীবী নয় ভাতা জীবি। এমনিভাবে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *