মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে বিধবা ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন অনুস্থানে এসে সরকারের বিভিন্ন কাজ খতিয়ে দেখলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার তিনি কোচবিহারে আসেন এবং তারপর এদিন সকালে কোচবিহারের জেলা শাসক, সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সকল নির্ণীয়মান প্রকল্প ঘুরে দেখেন।
এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী কোচবিহারের একাধিক স্থান ঘুরে দেখার সময় তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন সকালে সার্কিট হাউসে বিশ্রামের পরেই কোচবিহার শহর সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি তিনি খতিয়ে দেখেন বলে জানা গেছে। এদিন তিনি রবীন্দ্র ভবন, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ একাধিক জায়গায় ঘুরে দেখেন।
এদিন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হওয়া নতুন অক্সিজেন ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন তিনি। এই অক্সিজেন ট্যাঙ্কারটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কারমাইকেল বিভাগের সামনে এটি বসানো হচ্ছে। এটিতে করে মোট ১৩ হাজার লিটার অক্সিজেন মজুদ রাখা সম্ভব হবে বলে হসপিটাল সূত্রে জানা যায়।
কোচবিহারে এসে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/04/IMG-20220404-WA0194.jpg)
Leave a Reply