গরমের মরশুম শুরু হতেই পানীয় জল সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন মালদহের মোথাবাড়ি থানার ছাবিলপাড়া এলাকার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-গরমের মরশুম শুরু হতেই পানীয় জল সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন মালদহের মোথাবাড়ি থানার ছাবিলপাড়া এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকার রাজ্য সড়কে বেঞ্চ পেতে এবং বাড়ির টিনের দরজা ও বাঁশ দিয়ে রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামের বাসিন্দারা । তাঁদের অভিযোগ, প্রচন্ড গরমের মধ্যে এলাকায় পরিস্রুত পানীয় জল মিলছে না। দূষিত জল সাধারন মানুষকে ব্যবহার করতে হচ্ছে। এরফলে অনেকে পেটের অসুখে ভুগছে। পরিশ্রুত পানীয় জলের দাবিতেই এদিন পথ অবরোধ করে বলে জানিয়েছে। এদিকে মোথাবাড়ি এলাকার রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনা স্থালে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ । পিএইচই কর্তাদের উপস্থিতিতে এবং পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর পথ অবরোধ উঠে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না ।যার ফলে এদিন বাধ্য হয়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম কিবরিয়া জানিয়েছেন, ছাবিলপাড়া এলাকায় পানীয় জলের সমস্যার কথা শুনেছি। এনিয়ে পিএইচই দপ্তরের সঙ্গে কথা হয়েছে। আপাতত এলাকার পানীয় জল সরবরাহ চালু করার ব্যবস্থা করা হছে। এবং পরবর্তীতে যাতে ওই এলাকার মানুষ ঠিকঠাক ভাবে জল সরবরাহ পায় তার ব্যবস্থা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *