আবদুল হাই, বাঁকুড়াঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাঁকুড়া জেলার ছাতনা ব্লক এর শুশুনিয়া যুব আবাস এর কাছে , স্থানীয় সূত্রে খবর ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী মনিকা বাস দুর্গাপুর দিকে যাচ্ছিল এবং একই দিকে যাচ্ছিল তিন বাইক আরোহী। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। জানা যায় মন্দা মাল বয়স (২৫) ছাতনার বান্দাগালে বাড়ি এবং অমীর মাল বয়স ২৭ পুরুলিয়ার কাশিপুরের বাসিন্দা। এবং আহত মুন্না মাল (২০+) বান্দাগালে বাড়ি তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । দুর্গঘটনার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত দুই ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘাতক বাসটি দুর্ঘটনাস্থলে না দাঁড়িয়ে নিকটবর্তী চাঁদড়া মোড়ে দাঁড়ায় এবং গাড়ি চালক পলাতক।
Leave a Reply