সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – এক অঞ্জাত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে ক্যানিং থানার থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের মাতলা নদী সংলগ্ন অ্যানডোল জঙ্গল এলাকায়।মৃত যুবকের বয়স আনুমানিক প্রায় ২৬ বছর।ক্যানিং থানার পুলিশ দেহ টি উদ্দার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন এলাকার একটি ক্লাবের সদস্যরা ম্যানগ্রোভ নার্শারী নজরদারী কাজ করছিল মাতলা নদীর অ্যানডোল জঙ্গল এলাকায়। আচমকা জঙ্গল এলাকায় গাছের মগডালে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় তারা। ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে গ্রামে।ক্লাবের সদস্যরা ঘটনার কথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাস দাস কেফোন করে জানায়। ঘটনার খবর শুনে বিধায়ক ক্যানিং থানার পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পচা গলা দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়দের দাবী ওই যুবক কে অন্যত্র কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য এখানে এনে গাছে ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতিরা।তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই যুবকের ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ।
Leave a Reply