নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বেহাল নিকাশি ব্যবস্থা জলমগ্ন কালচিনি ব্লকের দলসিংপাড়ার বিভিন্ন এলাকা ক্ষুদ্ধ জনতা বৃহস্পতিবার দলসিংপাড়া এলাকায় ভুটান গামী পাশাখা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক বছর বেহাল নিকাশি ব্যবস্থার দরুণ অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দলসিংপাড়া গ্ৰাম পঞ্চায়েতের নয়া লাইন ও চার্চ লাইন এলাকা। অল্প বৃষ্টিতে এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে পড়ে। এলাকার বাসিন্দারা জানান বহুবার গ্ৰাম পঞ্চায়েতে আবেদন নিবেদন করেও কোনো সুরহা হয়নি। এদিন সকাল দশটা নাগাদ বাসিন্দারা পথ অবরোধ করেন প্রায় আধ ঘণ্টা ওই অবরোধ চলে পরবর্তীতে ঘটনাস্থলে জয়ঁগা থানার পুলিশ পৌছায় এবং পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
Leave a Reply