উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ পুরসভার পুর বোর্ড গঠনের পরে শুক্রবার প্রথম বোর্ড মিটিং হয়।বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পুর প্রধান রাম নিবাস রায়,উপ পুরপ্রধান ঈশ্বর রজক,পুর নির্বাহীক আধিকারিক বিকাশ রায়, ফান্সাস অফিসার সমির মন্ডল সহ বাকি ১৭ জন কাউন্সিলার।শহর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ অর্ধসমাপ্ত কাজ গুলি নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি বিজেপি ৬ কাউন্সিলারেরা লিখিত ভাবে জানিয়েদেন তারা সরকারি ভাবে কোন ভাতা নিবেন না।তাদের আবেদন সারা দিয়ে পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা নিজেও সরকারি ভাতা নিবেন না যেমন বাকি কাউন্সিলারদের সাথে কথা বলবেন কালিয়াগঞ্জ ছোট শহর উন্নয়নের স্বার্থে তারাও যাতে ভাতা না নেয় তা নিয়ে আলোচনা করবেন।
Leave a Reply