নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবতী। মৃত যুবতীর নাম মহুয়া সরকার বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি শান্তিপুর থানা এলাকার বোয়ালিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ঘরের ভেতরেই ওই যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই যুবতী কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো তা কিছুতেই বুঝতে পারছেনা পরিবার। যুবতীর এইভাবে মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply