চার গ্রাম বাসন্তী পূজা চৈতাবালি নামে পরিচিত এই পুজা।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 4 নাম্বার বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুজিয়া গ্রামে বাসন্তী পূজার আয়োজন করা হয়। আটঘরা, কুজিয়া, মহাগাও ও মুজিয়া গ্রামের বাসিন্দা দের উদ্যগে।

আজ থেকে প্রায় সারে চার সো বছরের পুজা স্বপ্নাদেশে পাবা সে সময়কার বাংলাদেশ হরিপুররে জমিদার হরি নারায়ন চৌধুরী বাংলাদেশ থেকে বানগড় যাবার সময় সন্ধ্যা হয়ে যায়। এখানে রাত্রী বাস করেন সে সময় মায়ের থেকে স্বপ্নাদেশ পাবার পরই তিনি পূজা শুরু করে কবে থেকে পূজা শুরু হয়েছে আগে মাটির দেওয়াল খরের ছাওনি পরবর্তীতে আর টিনের হয়ে। কয়েক বছর আগে ইট দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে।

মায়ের অসীম কৃপা রয়েছে বলে শুধু এই চার গ্রাম নয় দূর-দূরান্ত,শিলিগুড়ি, বালুরঘাট মালদা ও বিভিন্ন জেলাতে জেলা থেকে পূজা দিতে আসেন। বাসন্তী বাসন্তী পূজা কেন্দ্র করে এলাকার চারটি গ্রামের একাদশী পর্যন্ত নিরামিষ চলে। শুধু তাই নয় মেলার দোকানপাট খাবার সামগ্রী সমস্ত নিরামিষ। এই পূজা দেখার জন্য হাজির হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা বিরোধীদলের নেতা তথা কাউন্সিলর কার্তিক চন্দ্র পাল, সমাজ সেবি অমিত সাহা।
বাসন্তী পুজায় উপস্তিত ছিলেন প্রভাস চন্দ্র সরকার, বিজয় সরকার, বিবেক সরকার সহ অনান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *