পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অলৌকিক শক্তির পীঠস্থান পূর্ব মেদিনীপুর জেলার ময়নার দক্ষিণ আনুখা গ্রামের চণ্ডীমাতার মন্দির৷ শনিবার মহা অস্টমীতে এই মন্দির পূজো দিলেন ময়নার বিধায়ক অশোকে দিন্ডা ৷ পুজো কমিটির সভাপতি দেবাশীষ মাল, সম্পাদক গোকুল কুইলি, ও কোষাধ্যক্ষ মদন মোহন মাইতি সহ অন্যান্য সদস্যদের ডাকে সাড়া দিয়ে আজ বিধাযক অশোকে দিন্দা অষ্টমীর পুজো মন্ডপে হাজির হন। মাথায় করে বাতাসার ঝুঁড়ি নিয়ে তিনবার মন্দির প্রাঙ্গন প্রদক্ষিণ করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে নিজ হাতে বিতরন করেন ৷ সবশেষে জনগণের সাথে একাসনে বসে অম্ন প্রসাদ গ্রহন করেন ৷ সবশেষে পুজো কমিটিসহ আগত ভক্তবৃন্দ ও গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান৷
Leave a Reply