গ্রাম্য বিবাদ গড়ালো সংঘর্ষে,বোমাবাজির অভিযোগ।

আবদুল হাই, বাঁকুড়াঃ নিজেদের গ্রাম্য বিবাদ গড়ালো সংঘর্ষে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল ছোড়াছুড়ি পাশাপাশি বোমাবাজিও হয় বলে  অভিযোগ। বাঁকুড়ার মেজিয়া থানার বেলবরিয়া গ্রামের ঘটনা। অভিযুক্ত বোমাবাজি হওয়ার কথা স্বীকার করলেও নিজে বোমা ছোড়ার কথা অস্বীকার করে ঘটনার দায় চাপিয়েছেন অপর পক্ষের বিরুদ্ধে। মেজিয়া থানার বেলবরিয়া গ্রামের বাসিন্দা উত্তম দুবে ও গদাধর দুবে এই দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল ওই গ্রামে কীর্তনের শেষ দিন উপলক্ষে দুপক্ষের মধ্যে বছরে হয়। বচসা ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেই। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। অভিযোগ সেইসময় গদাধর দুবে ও বিপ্লব দুবে তার বাড়ির ছাদ থেকে বোমা নিক্ষেপ করতে শুরু করে। বোমার আঘাতে কেউ হতাহত না হলেও ইটের আঘাতে দুপক্ষের দুজন জখম হয়েছেন। পরে মেজিয়া থানার বিশাল পুলিশবাহিনী  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে দুপক্ষ।

বাইট- হেমন্ত দুবে,(উত্তম দুবের পরিবারের সদস্য)
বাইট – বিপ্লব দুবে,(গদাধর দুবের ছেলে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *