পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ১নং ভবানীপুর অঞ্চলের বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে তিন রাজ্য সম্মিলিত প্রচেষ্টায় যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এই যোগা প্রতিযোগিতাটি দুটো বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এইদিন এই প্রতিযোগিতায় ৬০০ প্রতিযোগি অংশ গ্রহণ করেন,এই প্রতিযোগিতায় বাংলা, বিহার, ওড়িষা এই তিন টি রাজ্য অংশ গ্রহণ করে ।মূলত যোগ ব্যায়াম প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে তাই যোগের আহায়ক সঞ্জয় ঘোড়াই বলেন যদি আমরা এই যোগা করে যেতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো এই যোগ গ্রামবাংলায় ছড়িয়ে যাক,এটা শুধু প্রতিযোগিতা নয় এটা যাতে সকলে জানতে পারে তাঁর জন্য এই প্রতিযোগিতা,এই প্রতিযোগিতায় দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি ছন্দের মাধ্যমে যোগ আসন আর একটি যোগ আসনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা ।এই পূজা কমিটির সম্পাদক পুলকেশ কুইতি বলেন বিগত বছরের মতো পুজোর পাশাপাশি সামাজিক কাজ করে থাকি তাই এই বছর সমাজ কে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস ।
Leave a Reply