মনিরুল হক, কোচবিহারঃ স্কুল শিক্ষা দপ্তরের আর্থিক আনুকূল্যে বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। আজ মেখলিগঞ্জ শহরের ইন্দিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষা ডেপ্টের ক্যাপিটাল গ্রান্ডের আর্থিক আনুকূল্যে বিদ্যালয়ের দ্বিতল ভবনের শুভ শিলান্যাস করেন মন্ত্রী।
এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক থেকে শুরু করে স্কুলের শিক্ষাকর্মী সকলেই।
এদিন স্কুলের দ্বিতল ভবনের শুভ শিলান্যাস করার পর মন্ত্রী বলেন, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলে দ্বিতল ভবন তৈরির কাজ শুরু হবে। পুরনো ঘর ভেঙ্গে নতুন দ্বিতল ভবনটি তৈরির কাজ শুরু হবে। আজ এই কাজের উদ্বোধন হল।
Leave a Reply