নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– ট্রাক্টর ও স্কুল বাসে ধাক্কা মেরে রাস্তা থেকে নীচে পড়ে গেল একটি ট্রেলার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহর সংলগ্ন ডিমডিমা চা বাগানে এশিয়ান হাইওয়ের ওপর। ট্রেলারের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় ওই ট্রাক্টরটি। এদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলবাসটিও। তবে অক্ষত রয়েছে পড়ুয়ারা। সামান্য চোট পেলেও অক্ষত রয়েছেন ট্রাক্টর চালকও। জানা গিয়েছে, ট্রাক্টরটি বীরপাড়া থেকে নাংডালা চা বাগানের দিকে যাচ্ছিল। বীরপাড়ার দিক থেকে বিন্নাগুড়ি যাচ্ছিল স্কুলবাসটি। বিপরীত দিক থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল ট্রেলারটি। ট্রেলারটি প্রথমে ট্রাক্টরটিকে ধাক্কা মারে পরে স্কুলবাসটির সামনে গিয়ে ধাক্কা মারে। ঘটনার পর গাড়ি রেখেই পালিয়ে যান ট্রেলারের চালক ও সহকারী।
Leave a Reply