এিপুরা – তেলিয়ামুড়া, রাহুল দাস:- কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় পাক্ষিক প্রকল্পের অন্তর্গত বুধবার তেলিয়ামুড়া মহকুমা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর কে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কমিটির আদেশক্রমে বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লাভার্থী -দের সঙ্গে জনসম্পর্কে মিলিত হয়।
পরিদর্শনকালে বিধায়িকা বলেন,, সামাজিক ন্যায় পাক্ষিক ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প। ৭ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল পর্যন্ত পর্যন্ত এই কার্যক্রম গোটা দেশজুড়ে চলবে। তাছাড়া তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাংসদ, বিধায়ক, মন্ডল স্থর এবং বিভিন্ন মোচার উপর দায়িত্ব ভার ন্যাস্ত করেছেন যাতে করে কতজন সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে তা লক্ষ্য রাখার জন্য। তাছাড়া বিধায়িকা তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী রায় বুধবার এই প্রকল্পের অন্তর্গত বিভিন্ন রেশন দোকানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লাভার্থী -দের সঙ্গে কথা বলেন। এদিন তিনি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি রেশন দোকানে পরিদর্শনে যায়।
Leave a Reply