পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ফের অস্বস্তিতে তৃণমূল। এবার তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তৃণমূলেরই। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রামের- ১ ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল সুব্রত বক্সি ও দোলা সেনের। আর তাদের আসার আগেই কার্যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল নন্দীগ্রামে। এই দিনের সভায় ডাক পেয়েছেন নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু ডাক পাননি আবু তাহের। তাই সুব্রত বক্সী ও দোলা সেন আসার আগেই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Leave a Reply