সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কেরোসিন খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লো বছর তিন বয়সের এক শিশু কন্যা। গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাহপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। স্থানিয় সুত্রে জানা গিয়েছে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি পঞ্চায়েতের নোরাডোবা গ্রামের বাসিন্দা নাবালিকা রানী ওরফে শিবানী সরদার। শুক্রবার বাবা-কাকাদের সাথে মাঠে গিয়েছিল ধান বয়ে আনার কাজ দেখতে।মাঠের মধ্যে খুব তেষ্টা পেয়েছিল তার।এরপর তেষ্টা মেটাতে এক দৌড়ে বাড়িতে যায় সে। সেখানে একটি বোতলে কেরোসিন তেল ছিল। জল ভেবে তেষ্টা মেটানোর জন্য ঢগ ঢগ করে খেয়ে ফেলে।মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু।কেরোসিন খেয়ে ফেলেছে বুঝতে পারেন পরিবারের লোকজন। তারা তড়িঘড়ি ওই শিশুকন্যা কে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে ওই শিশুর অবস্থা আশাঙ্কাজনক হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন গ্রামীণ চিকিৎসক।বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।
Leave a Reply