নতুন বছরের শুভেচ্ছায় লটিয়াবনী অঞ্চল তৃণমূল কংগ্রেস।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।
গত দু’বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই বিশেষ উদযাপনে মেতেছেন বাঙালিরা।
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবারও দুর্লভপুর মোড়ে একটি জলছত্রের আয়োজন করা হয়। পথচলিত সাধারণ মানুষ, সমস্ত যানবাহন কে দাঁড় করিয়ে সকলের হাতে পরিস্রুত ঠান্ডা শরবত তুলে দেওয়া হয়। নতুন বছর প্রত্যেকটি মানুষের যাতে করে সুন্দর সুষ্ঠু ভাবে কাটে এবং লটিয়াবনী অঞ্চলের যে সমস্ত কাজ বকেয়া রয়েছে সেগুলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূরণ করার আশ্বাস দেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *