শুভ নববর্ষে ৪৫০ জন কুষ্ট রোগে আক্রান্ত মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিল বহুরূপী মুখোশের আড়ালে।

আবদুল হাই, বাঁকুড়াঃ সমাজবদ্ধ জীব হিসেবে কর্তব্য ও দায়বদ্ধতা পরায়নতাই মানুষের প্রধান ধর্ম বাকি সবই গৌণ আর কথা মাথায় রেখেই বহুরূপী মুখোশের আড়ালে পৌঁছে যায় বাঁকুড়ার গৌরীপুর কুষ্ঠাশ্রমে।
বহুরূপীর পক্ষ থেকে কুষ্ঠাশ্রমের 290 জন পুরুষ আবাসিকদের জামা,গেঞ্জি ও লুঙ্গি ও 160 জন মহিলা আবাসিকদের নাইটি ও শাড়ী তুলে দিলেন। বহুরূপীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি কুষ্ঠ রোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ে আলোচনা করেন।
কুষ্ট রোগে আক্রান্ত মানুষেরা যে সমাজে অবহেলিত নন সেই বার্তায় সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালালেন।
নববর্ষের প্রথম দিনে কুষ্ঠাশ্রমের আবাসিকরা উপহার সামগ্রী পেয়ে খুশি। খুশি কুষ্ঠাশ্রমের পরিচালন সমিতিও।
“বহুরূপী মুখোশের আড়ালে”-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *