১৪২৯ টি ডুব দিয়ে অভিনব কায়দায় বাংলা নববর্ষ কে স্বাগত জানালেন বিষ্ণুপুরের যুবক ।

আবদুল হাই, বাঁকুড়াঃ অভিনব কায়দায় বাংলা নববর্ষকে স্বাগত জানালেন বিষ্ণুপুর পৌরশহরের যুবক সদানন্দ গড়াই । এদিন ছিনি বিষ্ণুপুর পৌরসভার যমুনা বাঁধে জলে 1429 টি ডুব দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালেন । তবে এটাই প্রথম নয় প্রতি বছর ইংরেজি নববর্ষকে তিনি একই ভাবে জলে ডুব দিয়ে স্বাগত জানিয়েছেন । প্রতিবছর তিনি বাংলা ও ইংরেজি নববর্ষকে স্বাগত জানান । তার এই নববর্ষকে স্বাগত জানানোর সাক্ষী থাকতে বিষ্ণুপুর পৌর শহরের বিভিন্ন প্রান্ত থেকে যমুনা বাঁধ এলাকায় ভিড় করেছিলেন সাধারণ মানুষরা । পাশাপাশি বিষ্ণুপুর প্রশাসনও অত্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন গোটা এলাকায় ।

সদানন্দ গড়াই বলেন , নববর্ষকে এভাবে স্বাগত জানাতে পেরে আমিও দারুণ আনন্দিত । পাশাপাশি সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন সকলেই সুইমিং এবং খেলাধুলার মধ্যে যুক্ত থাকুন তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *