বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার একটি গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হল সেখ ইয়ারসিল ওরফে গেদা নামে এক ব্যক্তিকে। আজ শনিবার সেখ ইয়ারসিল ওরফে গেদাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তাঁর বিরূদ্ধে পকসো আইন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক সেখ ইয়ারসিল ওরফে গেদার বেল রিজেক্ট করে এক দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি দুবরাজপুর আদালতের বিচারক অভিযুক্তকে আগামী সোমবার পকসো কোর্টে পাঠাবার নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।
Leave a Reply