জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃত্তিগত দাবিতে আলোচনা করেএবং আগামী দিনে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আরও শক্তিশালী সংগঠন গঠন করার জন্য নতুন কমিটি গঠন করা হয় আজ শিক্ষক কর্মীদের পক্ষ থেকে।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন 12 ই জুলাই কমিটির পক্ষে কমরেড বিপ্লব ঝা । সভাপতিমণ্ডলীতে ছিলেন জীবের দত্ত বিশ্বাস ও সুব্রত দাস। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কমরেড জীবন পোদ্দার বিদায়ী সম্পাদক । বিভিন্ন ইউনিটের মোট সাতজন কমরেড আলোচনা করেন ।।
Leave a Reply