বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায় একটি লেজ কাঁটা অবস্থায় আহত হনুমান ছটফট করছিল গতকাল রাত্রে। নজরে পড়ে এলাকাবাসীদের। বিভিন্ন ভাবে হনুমানটিকে ধরার চেষ্টা করা হয়। কিন্তু ধরতে ব্যর্থ হোন তাঁরা। তখন সবাই মিলে একসাথে চারিদিকে ঘিরে আহত ঐ হনুমানটিকে জাল দিয়ে উদ্ধার করেন। বার বার দুবরাজপুর বনদপ্তরকে খবর দিলে তাঁরা সঠিক সময়ে আসেননি। হনুমানটিকে উদ্ধার করার দু’ঘন্টা পর তাঁরা আসেন এবং তাঁদের হাতে ঐ আহত হনুমানটিকে তুলে দেওয়া হয় বলে জানালেন স্থানীয় বাসিন্দা অয়ন দে। আজ সোমবার হনুমানটিকে সেবা শুশ্রূষা করে বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
Leave a Reply