সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- প্রতিনিয়ত পিছু পিছু অনুসরণ করায় প্রতিবাদে সরব হয়েছিলেন। আর সেই কারণে তিন মহিলা সহ এক যুবক কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের হয়েছেন কোহিনূর মোল্লা,জাসমীনা মোল্লা, সাবিনা খাতুন, রেজাউল মোল্লারা।ঘটনাটি ঘটেছে ক্যানিং সোমবার রাতে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের তালদি পোল সংলগ্ন রয়ারসিং এলাকায়।সোমবার রাতেই আভিযুক্ত যুবকদের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রতিবেশী হানিফ সরদার, কুরবান সরদার সহ বেশ কয়েকজন যুবক আক্রান্ত পরিবারের মেয়েদের অজান্তে তাদের পিছু পিছু অনুসরণ করতো।ব্যাপার ভালো ভাবে মেনে নিতে পারেনি। এমন ঘটনা বেশ কয়েকবার নজরে পড়লে তা প্রতিবাদ করেন মোল্লা পরিবারের মহিলারা। প্রতিবাদ করতেই অভিযুক্তরা লাঠি,ধারালো দা নিয়ে মোল্লা পরিবারের উপর সোমবার রাতে ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ তাদের কে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো দা দিয়ে আঘাত করা হয় মহিলাদের মাথায়।মারধরে পরিবারের সকলেই গুরুতর জখম হয়।ঘরের মধ্যে মেঝে পড়ে যন্ত্রণায় কাৎরাতে থাকে।অভিযুক্ত পালিয়ে গেলে অন্যান্য প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে আক্রন্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই গুরুতর জখম তিনজন মহিলা কোহিনূর মোল্লা,জাসমীনা মোল্লা, সাবিনা খাতুনরা চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত মহিলাদের দাবী এর আগেও ৩-৪ বার মারধর করেছিল অভিযুক্তরা। থানায় জানিয়ে কোন লাভ হয়নি। যদিও আক্রান্ত মহিলারা সোমবার রাতে আবারও অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে অভিযুক্তদের কে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply