না ফেরার দেশের উদ্দেশ্যে অন্তিমযাত্রায় উত্তরবঙ্গের অন্যতম চা শিল্পপতি , স্বচ্ছ রাজনীতিবিদ এবং সর্বপরি নিপাট সৎ  ব্যাক্তিত্ব, কৃষ্ণ কুমার কল্যাণী ,সবার প্রিয় কিষান দা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- না ফেরার দেশের উদ্দেশ্যে অন্তিমযাত্রায় উত্তরবঙ্গের অন্যতম চা শিল্পপতি , স্বচ্ছ রাজনীতিবিদ এবং সর্বপরি নিপাট সৎ  ব্যাক্তিত্ব, কৃষ্ণ কুমার কল্যাণী ,সবার প্রিয় কিষান দা।

১৯৫১ থেকে ২০২২, সাত দশক, তিস্তা নদীর বুক দিয়ে যেমন বয়ে গিয়েছে বিরামহীন জলের স্রোত, ঠিক তেমন ভাবেই মৃত্যুর আগমুহূর্তেও সদা  জলপাইগুড়ির উন্নয়নের  জন্য যে মানুষটি কখনো রাজনৈতিক ভাবে আবার কখনো শিল্পপতি হিসেবে  অবিরাম লড়াই চালিয়ে গিয়েছেন তিনিই সেই সবার প্রিয় কিষান দা, আজ অনেকের মুখেই একটি কথা ঘুরে ফিরে আসছে , দুর্দিনে সময়ের সাথে তাল দিয়ে এই ঐতিহ্যবাহী জলপাইগুড়ি শহর থেকে কত চা শিল্পপতি নিজেদের অফিস কলকাতা নিয়ে গিয়েছেন শুধু তাই নয়, পৈতৃক ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে দিয়ে বিদায় জানিয়েছেন জলপাইগুড়িকে।
ব্যাতিক্রম কিষান দা, কৃষ্ণ কুমার কল্যাণী , তিনি সেই ৬৮ সালের ভয়ানক বন্যা ই হোক বা পরবর্তীতে চা শিল্পে মন্দা ই হোক কখনোই নিজেকে দূরে সরিয়ে নেন নি তিনি, লড়াই আন্দোলোনের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে এনেছেন চা নিলাম কেন্দ্র, নিজের কল্যাণী গ্রুপের হেড অফিস এই শহরের বুকেই রেখে কর্ম জুগিয়েছেন বহু মানুষের।
অন্তিম যাত্রার মাঝেই   ছাত্র জীবনের সঙ্গী প্রিয় ফোনিন্দ্র দেব বিদ্যালয় প্রাঙ্গন ঘুরে গেলেন প্রাক্তন ছাত্র কৃষ্ণ কুমার কল্যাণী।
জলপাইগুড়ি জেলায় চা নিলাম কেন্দ্র গড়ে তুলতে কত মিটিং ,আলোচনা করেছেন সেই আই টি পি এ সভাঘরের মাটিও ছুঁয়ে গেলো শেষ যাত্রায় শায়িত কিষান কল্যাণীর মরদেহ।
রাজনৈতিক কাজের জন্য সদাই নিজের চা বাগানের কার্যালয় গুরজেঙ ঝোরা বিল্ডিংয়ের ঘর ছিলো দলীয় কার্যালয় এবং অবাধ প্রবেশ সবার, ফুলে ঢাকা কিষান দার পার্থ শরীরে শেষ শ্রদ্ধা জানালো সেই গুরজংঝরা বিল্ডিংয়ের আশপাশের অগণিত মানুষ, এভাবেই ক্রমশ এগিয়ে যেতে দেখা গেলো জলপাইগুড়ির আরেক সু সন্তান কৃষ্ণ কুমার কল্যাণীর  অন্তিম যাত্রা, শহরের গোসালা মোড়ে অবস্থিত মারওয়ারী সম্প্রদায়ের শ্বসান ঘাটের উদ্দেশ্যে।
এরই মধ্যে শেষ শ্রদ্ধা জানাতে শিলিগুড়ি থেকে ছুটে এসেছেন বন্ধু তথা একদা রাজনৈতিক সহকর্মী সংকোর মালাকার। ( বাইট 1),
খবর পেয়ে দিনবাজার কল্যাণী হাউসে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান এস জে ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী , ( বাইট 2).
এছাড়াও কে আসেনি এই সর্বপরি নিপাট ভদ্রলোক টির শেষ বিদায় বেলায়, বিজেপি, থেকে কংগ্রেস, বামপন্থী থেকে  ডানপন্থী  , আজ জলপাইগুড়ি হারলো এক অভিভাবকে যার মধ্যে সদা প্রকাশ পেত জলপাইগুড়ির ঐতিহ্য ,সংস্কৃতি থেকে শিষ্টাচার।
বিকেল গড়িয়ে  শ্বসান ঘাটের পাস দিয়ে বয়ে চলা করলার বুকে  নেমে আসছে গোধূলি ,আকাশে উড়ে যাচ্ছে সাদা ধোয়া,, অন্তষ্টি ক্রিয়ার মন্ত্র উচ্চারিত হচ্ছে  চারিদিক ঘিরে থাকা  আত্মীয় পরিজন সহ জলপাইগুড়িবাসীর মুখে ,
। এভাবেই বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হয়েও সবার মনে চিরস্থায়ী হয়ে রয়ে গেলেন কৃষ্ণ কুমার কল্যাণী , সবার প্রিয় কিষান দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *