জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– পেট্রোলের দাম বৃদ্ধি তে এই বার চড়া দামেই কিনতে হবে আম।এমনটাই আশঙ্কা করছেন আম বিক্রেতারা।যদিও এখন বাজারে পাকা আম আসতেই ভিড় দোকানে।নাগপুরের পাকা আম বিক্রি শুরু হয়েছে।যার কিলো দেড়শো থেকে একশো ষাট টাকা।কিন্তু এই আম বাজারে আশা শুরু হলেও আগামী তে আমের দাম অনেক টাই বেশির আশঙ্কা করছেন বিক্রেতারা।কারণ এই বার ফলন অনেক টাই কম হয়েছে।তার মধ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে অনেক বেশি।সেই কারণেই আগামী তে আমের দাম বৃদ্ধি পাবে গত বছরের তুলনায়।যদিও এখন নতুন আম পেয়ে খুশী তে কিনছেন ক্রেতারা।
Leave a Reply