বোরো ধানের ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া কৃষকমহলে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা আমন ধান অজানা রোগে মাঠের ধান মাঠে নষ্ট হয়েছিল ।এছাড়াও অকাল নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টির জেরে নষ্ট হয়েছিল বর্ষাকালীন আমন ধান , টানা বৃষ্টির জেরে মাঠের ধান মাঠেই পরে থেকে অঙ্কুর বের হয়েছিল , যে টুকু ধান মাঠে ছিল কৃষকরা সঠিক সময়ে মধ্যে ঘরের লক্ষীকে বাড়িতে এনে তাকে ঝরাই করে বস্তাবন্দি করতে নাকানি – চপানি খেতে হয়েছিল ,
দীর্ঘদিন ধরে পাকা ধান জলা-জমিতে পরে থাকার জন্য ” ধানের গায়ে কালো স্পট পরে যাওয়াতে সেই ধানকে স্থানীয় মার্কেটে বিক্রি করতে হয়েছিল অর্ধেক মূল্যে।

সবমিলিয়ে ব্যাপকভাবে ক্ষতির সমুখীন হতে হয়েছিল বাঁকুড়া জেলার ইন্দাস থানার কৃষকদের
এবার লাভের আশায় বাঁকুড়ার ইন্দাসের চাষীরা এই বছর বোরো ধান চাষে মন দেয় এবং বোরো ধান ব্যাপক ফলন হওয়ায় কৃষকমহলে খুশির হাওয়া লক্ষ্য করা গেল।তবুও আতঙ্ক থেকেই যাচ্ছে চাষীদের মনে।ঘরের লক্ষী বাড়িতে উঠবে তো?

চাষীরা চাইছেন আগের আমন ধানের চাষের যে আর্থিক ক্ষতিটা হয়েছিল।
তা যদি এই বোরো ধানের চাষ থেকে কিছুটা লাভ পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *