পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনিপুরে কোলাঘাট ব্লকের অন্তর্গত যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করতে যাওয়ার সময় বিপত্তি ঘটলো। জানা যায় সকালে যখন বিদ্যালয়ের দোতলার উপরে রান্নার জন্য গ্যাসের ওভেনে আগুন দেওয়া হচ্ছিলো ঠিক সেইসময় সিলিন্ডারের মুখের সামনে হঠাৎই আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে।স্কুলে বিল্ডিং এর কাজ চলায় দ্বোতলার ছাদে ছাউনি করেই একদিকে ক্লাস ওয়ানের ক্লাস ও পাশেই রান্বার কাজ চলছিলো।আর এই দুঃর্ঘটনা ঘটা মাত্রই ছোটছোট ছেলেমেয়েদের মধ্যে আতঙ্ক ছড়ায়।সাথেসাথে স্কুলের শিক্ষকেরা ছোট বাচ্চাদের নিচে নামিয়ে আনে।প্রায় মিনিট পনেরো লাগে আগুন নেভাতে।তবে এই মুহুর্তে বিপদমুক্ত কুমারহাট গ্রামের এই বিদ্যালয়টি।
Leave a Reply