উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ইফতার পার্টি হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়া অবস্থিত রানিং বুলেট ক্লাব ময়দানে । মুসলিম সম্প্রদায়ের রমজান মাসে সবচেয়ে পবিত্র মাস। সারা বছরের জন্য অপেক্ষা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি গন।সারাদিন রোজা থেকে সঠিক সময় রোজা ভঙ্গন করার নিয়ম কেই বলা হয় ইফতার। এক মাস ধরে রোজা করার পর আসে পবিত্র ঈদের দিন। সারা ভারত বর্ষ তথা বিশ্বজুড়ে পবিত্র ঈদ পালন করা হয়। নতুন জামা কেনা থেকে শুরু করে সবকিছুই একটা উৎসবের বাতাবরণ তৈরি করা হয় এই ঈদের দিনে। আর কিছুদিন বাকি আছে ঈদ হতে। এখন থেকেই বিভিন্ন জায়গায় কেনাকাটা শুরু হয়ে গিয়েছে ঈদ উপলক্ষে।
কালিয়াগঞ্জ এর শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজিত সরকারের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয় এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রমনিবাস সাহা, উপ পৌরপতি ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসিম ঘোষ, ও ব্লক সভাপতি নিতাই বৈশ্য,ছাএ নেতা রাজা ঘোষ, বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরা সহ অন্যান্যরা।
উত্তর দিনাজপুর, রাধারানী হালদার : 8967842277
Leave a Reply