আবদুল হাই, বাঁকুড়াঃ পুরুলিয়ার এক বাসিন্দা জিয়াউল আনসারী।এক অভিনব উদ্যোগ নিলেন। আজও কোথাও কোথাও দুঃস্থ অসহায় মানুষেরা অবহেলিত ও বঞ্চিত। দুমুঠো ভাত জোগাড় করতে পারে না। সেইসব মানুষদের জাঁকজমকপূর্ণ ভাবে রীতিমতো প্যান্ডেল করে চেয়ার টেবিলে বসিয়ে ৩৫০জনকে পেট পুরে ভোজন করালেন। উনি বিশ্বাস করেন নরই- নারায়ন। প্রত্যেকটি দীন দরিদ্র মানুষের মাঝে ঈশ্বর বিরাজ করেন। সেই “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”মহাপুরুষের এই বাণী পুনে বাস্তবে প্রয়োগ করে দেখালেন। বর্তমান স্বার্থপর সমাজে এইরকম দয়ালু মানুষ খুবই বিরল।এর আগেও অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমরা যে কোন অনুষ্ঠানে বেশি বেশি করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ করে নাম কিনতে চাই। উনি সম্পূর্ণ বিপরীত স্রোতে হেঁটে এক অনন্য নজির রাখলেন। রবি ঠাকুরের কবিতার সেই লাইন অনেকের হয়তো মনে পড়ে যাবে… মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।