হলদিয়ায় শোভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোলাঘাট ও মেচেদায় মিছিল তৃণমূলের।

0
339

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ২৮ মে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়ায় জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহার বারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সমর্থনে তমলুক সাংগঠনিক জেলা INTTUC র (তৃণমূল শ্রমিক সংগঠন) সম্পাদক টুটুল মল্লিকের উদ্যোগে কোলাঘাট ও মেচেদায় অনুষ্ঠিত হলো মিছিল। এই দিন কোলাঘাটের দি রামকো সিমেন্ট কারখানার সামনে থেকে মিছিল শুরু হয়ে মেচেদা পরিক্রমা করে শেষ হয় কেটিপিপি এফটাইপ মোড়ে। এর পরে কোলাঘাট দি রামকো সিমেন্ট কারখানার সামনে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সমর্থনে জনসভার আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা INTTUC সভাপতি শিবনাথ সরকার, সম্পাদক টুটুল মল্লিক, অসিত বন্দোপাধ্যায় প্রমুখ।