কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতাল গিয়ে আহতদের সঙ্গে দেখা করার পর রাজ্য প্রশাসনেরকে নিশানা ভারতী ঘোষের।

0
268

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  চাঁদা তোলাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বৃহস্পতিবার পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়।আদিবাসী সম্প্রদায়ের একটি সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলার রূপ নেয়।দু পক্ষের মারামারিতে আহত হয় আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাসহ দু জন পুলিশকর্মী।আহত ওই মহিলা কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, শুক্রবার বিকেলে কেশিয়াড়ি হাসপাতালে আহত ওই মহিলার সাথে দেখা করতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।পাশাপাশি তিনি আক্রমণ শানিয়েছেন পুলিশের প্রতি। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে বর্তমান রাজ্যর পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসন কে নিশানা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।