চরম দারিদ্র্যের সাথে লড়াই করে টিউশন পড়ার খরচ যোগাতে চরকার সাহায্যে ফুল তৈরি করছে রেখা সর্দার।

আবদুল হাই, বাঁকুড়াঃ নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের বেজপাড়ায় বাস দ্বাদশ শ্রেণীর ছাত্রী রেখা সর্দারের।চরম দারিদ্র্যের সংসার, সংসারের ভাঙ্গা তরী, ছেঁড়া পাল….. নুন আনতে পান্তা ফুরায় সংসারে।টিউশন পড়ার খরচ যোগাতে উল দিয়ে চরকার সাহায্যে ফুল তৈরি করে অর্থ রোজগার করছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রেখা সর্দার। 1000 ফুল তৈরি করে উপার্জন অতি সামান্য, মাত্র কুড়ি টাকা। কিন্তু তাতেই খুশি রেখা …..ভগবান যেমন বুদ্ধি করে তাদের মারতে চাই, রেখাও বুদ্ধি করে কঠিন কঠোর পরিশ্রম দ্বারা বেঁচে থাকতে চাই। জানিনা রাত শেষ হয়ে তাদের সংসারে সূর্য উঠবে কবে ? বাবা সমর সর্দার পেশায় জেলে। মাছ ধরে কোন মতে সংসার চালান। কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো রেখার মুখে হাসি ফোটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *