গত ৬ দিন ধরে শান্তিপুর থেকে নিখোঁজ এক ১৩ বছর বয়সী কিশোরী, খুঁজে পাওয়ার আশায় থানার দ্বারস্থ অসহায় মা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ৬ দিন ধরে শান্তিপুর থেকে নিখোঁজ এক ১৩ বছর বয়সী কিশোরী। কিশোরীকে খুঁজে পাওয়ার আশায় থানার দ্বারস্থ অসহায় মা। জানা যায় নিখোঁজ কিশোরীর নাম রুপালি রাজবংশী বাড়ি শান্তিপুর বাগআঁচড়া বেলে ডাঙ্গা মোড় এলাকায়। নিখোঁজ কিশোরীর মা সরস্বতী রাজবংশীর দাবি গত ৬ দিন আগে বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যায় ওই কিশোরী, এরপর আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় বাড়িতে না আসার কারণে ওই কিশোরীর মা ওই কিশোরীর মামারবাড়িতে খোঁজখবর চালাই, কিন্তু সেখানে যায়নি ওই কিশোরী। এর পরেই হতবাক হয়ে পড়ে ওই কিশোরীর মা। তারপর থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্তে ওই কিশোরীর সন্ধানে খোঁজ চালায় কিশোরীর মা, তবুও সন্ধান মেলেনি ওই কিশোরীর। অবশেষে ছয় দিন পরে শান্তিপুর থানার দ্বারস্থ হয় কিশোরীর অসহায় মা, এরপর নিখোঁজের ডায়েরি করে। স্বভাবতই গত ৬ দিন ধরে কিশোরীর সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরীর মা, এছাড়াও অসহায়তা বোধ করছেন তিনি। এখন ওই কিশোরীর মায়ের একটাই দাবি, মেয়েকে কিভাবে খুজে পাব, এখন মেয়েকে খুঁজে পাওয়ার আশায় একমাত্র পুলিশি ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *